1/5পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ এর ফলে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে আজও৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ।
2/5এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
3/5১৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। এদিকে আজ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। কারণ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
4/5উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামী ক’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।
5/5কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে শহরে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে।