ওড়িশার উপর দিয়ে ক্রমেই উত্তর এবং উত্তর-পশ্চিমের দিকে সরছে নিম্নচাপ। তার জেরে মঙ্গলবার, ৯ অগস্ট থেকে বৃহস্পতিবার ১১ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, এখন ভুবনেশ্বরের ৭০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে রয়েছে গভীর নিম্নচাপ। ক্রমে এগোচ্ছে পড়শি রাজ্য ছত্তীসগঢ়ের দিকে। ১০ অগস্ট, বুধবার তা শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। ১০ অগস্ট, বুধবার ভারী বৃষ্টির হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। ১১ অগস্ট, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তাদের আশঙ্কা, এই বৃষ্টির কারণে সব্জি চাষে ক্ষতি হতে পারে।