ইসরো উৎক্ষেপণ করল, ক্ষুদ্রতম রকেটের। জানা গেল, রবিবার সকালে এই রকেটের উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে শ্রী হরিকোটার মহাকাশ বন্দর থেকে। জানা গিয়েছে, এবারের এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে তা প্রদক্ষিণ করবে পৃথিবীর নিম্ন অক্ষে। আগে কখনও এত ছোট রকেট ইসরো থেকে লঞ্চ করা হয়নি।
শুধু তাই নয়, এই ছোট রকেটের মধ্যে রয়েছে একটি বিশেষ স্যাটেলাইট। সেটি তৈরি করেছে ৭৫০ জন স্কুলপড়ুয়া মিলে। স্কুল পড়ুয়াদের তৈরি করা সেই কৃত্রিম উপগ্রহ জায়গা করে নিয়েছে ইসরোর রকেটে। জানা যাচ্ছে, স্কুল পড়ুয়াদের তৈরি এই বিশেষ স্যাটেলাইটটি ঘুরবে পৃথিবীর অক্ষে। সেখান থেকে বহু খুঁটিনাটি তথ্য পাঠাবে বিজ্ঞানীদের। ওই রকেটে রয়েছে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫০ জন স্কুলের পড়ুয়াদের নিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ স্যাটেলাইটটি। ইসরো মারফত জানা গিয়েছে, ওই ক্ষুদ্রতম রকেটটি লম্বায় ৩৪ মিটার, ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়। তবে কয়েক ঘন্টা আগে জানা গিয়েছে, উড়ান দেওয়ার পর রকেটে বিশেষ কিছু গণ্ডগোল দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, আদৌ এই রকেট ওই স্যাটেলাইট দুটিকে পৃথিবীর কক্ষে পৌঁছে দিতে পারবে কিনা, সেই নিয়ে।
2022-08-09