মঙ্গলবার সকালে বিশ্বজুড়ে ব্যাহত হল গুগুল পরিষেবা, এমনটাই অভিযোগ করলেন ব্যবহারকারীদের একাংশ। নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’ এই খবরটি নিশ্চিত করেছে। ‘ডাউন ডিটেক্টর’ -এর খবর অনুযায়ী, প্রায় ৪০ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।
বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই অভিযোগ শুধুমাত্র আমেরিকাতেই দেখা গেছে? না, এর বাইরেও অন্যান্য দেশে দেখা গেছে, তা এখনও জানা যায়নি।
এই ইস্যু প্রসঙ্গে ‘ডাউন ডিটেক্টর’ -এর তরফে কিছু পরিসংখ্যান পেশ করা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবারে সকাল সাতটা চার মিনিট নাগাদ গুগল পরিষেবা ব্যাহত হওয়ার হাজারে হাজারে অবিজগ জমা পড়ে সকাল সাতটা চার মিনিট ‘ডাউন ডিটেক্টর’-এর কাছে। এই অভিযোগের সংখ্যা ৪৩, ৩৫৬ টি বলে জানা গেছে। কলকাতায় যদিও গুগলের পরিষেবায় কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
2022-08-09