দেশে ফিরেই অরুণ জেটলির বাড়িতে ছুটে গেলেন প্রধানমন্ত্রী। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
প্রসঙ্গত, বিদেশ সফরে ছিলেন বলে জেটলির শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি মোদী। ওই সময় ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিন সফরে ছিলেন তিনি। গত রবিবার ফ্রান্সে জি-সেভেন সম্মেলনেও যোগ দেন।
পূর্বনির্ধারিত সূচির কারণে উপস্থিত না থাকতে পারলেও ফোনে অরুণ জেটলির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন মোদী।
বিদেশে থাকলেও টুইটারে একের পরে এক পোস্টে পুরনো সহকর্মীকে হারানোর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী বাহরিনে একটি ভাষণের মাঝেও প্রিয় বন্ধুকে স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর আক্ষেপ, নানা দায়িত্ব তাঁকে সামলাতে হয়, তাই প্রিয় বন্ধুর অন্তিম সময়ে দেশে ফিরতে পারছেন না। বাহরিনের মাটি থেকেই প্রিয় ‘ভাই’কে শেষ শ্রদ্ধা জানান তিনি।