বারবার ফোন করলেও পশ্চিমবঙ্গের মন্ত্রীরা ফোন ধরেন না। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। লোকসভায় এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগকে কার্যত সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। এই নিয়ে মমতা সরকারের মন্ত্রীদের কটাক্ষ করেছেন তিনি।
লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অভিযোগ করেন, ‘আমরা দশ বার ফোন করলেও পশ্চিমবঙ্গের মন্ত্রীরা ফোন ধরেন না। এমনকি যারা মন্ত্রীদের সঙ্গে রয়েছেন তারাও ফোন নম্বর দিতে ভয় পান। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি।’ সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, তিনি মন্ত্রী হওয়ার পর থেকেই গত এক বছর ধরে জেলার প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের জন্য ১২ কোটি মূল্যের সামগ্রী বিতরণ করার চেষ্টা করছেন। কিন্তু, রাজ্যের মন্ত্রীদের অসহযোগিতার জন্য তিনি তা করতে পারেননি।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীও একই সুরে বলেন, ‘পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ফোন না ধরা এবং আমাদের কথা না শোনা অভ্যাসে পরিণত হয়েছে।’ যদিও এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী এবং অধীর চৌধুরীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদরা।