ইডির তদন্তকারী আধিকারিকেরা মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর হেরাল্ড হাউস ও প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর সঙ্গে যুক্ত মোট ১২ টি জায়গায় অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, ইডি মঙ্গলবার অফিস জুড়ে তল্লাশি অভিযান চালায়। তারপর বুধবার তদন্তকারী আধিকারিকেরা অফিস সিল করে দেয়। সেই সঙ্গে জানিয়ে দেয়, এবার থেকে আগামী দিনে তাদের অনুমতি না নিয়ে অফিস খোলা যাবে না।
ইডি আর্থিক তছরুপের মামলায় এবারে দিল্লির ন্যাশনাল হেরাল্ডের অফিস সিল করে দিল। ঘনিষ্ঠ সূত্রের খবর, রাহুল ও সোনিয়াকে জিজ্ঞাসাবাদের পর যা যা তথ্য সামনে উঠে এসেছে, সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। আগে তদন্তকারী আধিকারিকেরা, রাহুল গান্ধীকে পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা ধরে যাবতীয় জিজ্ঞাসাবাদ করেছিল। অন্যদিকে, তিনদিনে প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সোনিয়া গান্ধীকেও।
ওদিকে, রাহুল বলেন, ‘ ‘এই সরকার চায়, বিরোধীরা কোনও প্রশ্ন না করে সব মেনে নিক। আমি সবাইকে বলতে চাই, এদের ভয় পাওয়ার কোনও দরকার নেই। এককাট্টা হয়ে লড়লেই এরাই ভয় পেয়ে যাবে।’ ’ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গেও বলেন, ‘ ‘কোনও বিজেপি নেতাকে ইডি গ্রেফতার করেছে বা তাঁদের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে? ’ ’ পাশাপাশি, অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে।
2022-08-04