ঘৃণা ভাষণ তো আছেই। দিল্লিতে সিএএ বিরোধী দাঙ্গার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উমর খালিদকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগও উঠেছে। এহেন উমর খালিদকে সুপার হিরো আখ্যা দিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ।
একটি টুইটে প্রকাশ রাজ লিখেছেন, ‘ ‘আমি গর্বিত উমর খালিদের সময় জন্ম নিয়ে।’ তবে এটাই প্রথম নয়। এর আগেও ‘ফ্রী উমর খালিদ’, ‘ফ্রী পলিটিক্যাল প্রিজনার্স’ স্লোগানও একাধিকবার তুলেছেন এই দক্ষিণী অভিনেতা।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও শেয়ার করেছেন প্রকাশ রাজ। সেখানে দেখা যাচ্ছে উমর খালিদের সঙ্গে সংশোধনাগারে দেখা করতে এসেছে তার ভাগ্না। যে ব্যক্তি এই ভিডিও পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘এই ছোট বাচ্ছাটাকে আমরা কী বলবো? কেন তার মামা বন্দী? তার মামা একজন ভালো মানুষ বলেই আজ বন্দী? তার মামা অসহায় মানুষের জন্য লড়াই করতো। তার মামা আমেরিকা যেতে পারত, কিন্তু দেশ ছেড়ে সে যায় নি।’ এই ভিডিও শেয়ার করে প্রকাশ রাজ উমর খালিদকে একজন ‘সুপ্রিম হিরো’ বলে উল্লেখ করেছেন।