ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। অথচ তলে তলে যোগাযোগ রাখত ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে। অবশেষে আনাস আলি ওরফে মীর আলিকে গ্রেফতার করল এনআইএ। তালিমনাড়ুর আম্বুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দারা।
এনআইএ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই যুবকের ওপরে নজর রাখা হচ্ছিল। বিশেষ করে ওই যুবক যে মৌলবাদী মতাদর্শে বিশ্বাসী, তা দেশের নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর। আর তাই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃত আরকোটার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি নেট মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর বিভিন্ন লেখা পোস্ট ও শেয়ার করত। ওই জঙ্গি সংগঠনের প্রচারিত লেখায় উদ্বুদ্ধ হয়ে তামিলনাড়ুতে হামলা চালানোর পরিকল্পনা করছিল ওই যুবক। সে একাই হামলার পরিকল্পনা করেছিল নাকি আর কেউ জড়িত, তা জানতে ধৃতকে জেরা করছেন গোয়েন্দারা।