1/4আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন সেই অর্থে তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশের উপরে থাকায় ভ্যাপসা গরম রয়ে গিয়েছে। বৃষ্টি না হলে সেই পরিস্থিতি চলবে বলে মনে করা হচ্ছে।
2/4দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। জুন, জুলাইতে দক্ষিণবঙ্গে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল। অগস্টের প্রথম সপ্তাহে সেই ঘাটতি মেটার কোনও ইঙ্গিত মিলছে না।
3/4এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি না থাকলেও আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ বর্ষণ।
4/4মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে জানিয়েছে হাওয়া অফিস৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে বলে অনুমান।