Mann Ki Baat: ‘প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা রাখুন’, মন কি বাতে বিশেষ বার্তা মোদীর

‘মন কি বাত’-এর ৯১তম সংস্করণ দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার হিসেবে সবাই যাতে জাতীয় পতাকা রাখেন, সেই আবেদন করেন প্রধানমন্ত্রী মোদী। ২ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত সবাইকে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে জাতীয় পতাকাকেরাখার বার্তা দেন মোদী। উল্লেখ্য, ৭৫তম স্বাধীতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে ভারতে।

‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আওতায় স্বাধীনতা দিবস পালন করার বিষয়টিকে ‘আন্দোলন’-এর সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী মোদী। এই আবহে মোদীর আবেদন, আগামী ২ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রত্যেকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ‘প্রোফাইল পিকচার’-এ জাতীয় পতাকা বা তিরঙ্গার ছবি রাখুন। মোদী বলেন, ‘আসুন, আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই৷ আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনে সামিল হই৷’

মোদী এদিন আরও বলেন, ‘জীবনের নানা স্তর এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মানুষজন দেশের কোথাও না কোথাও, কোনও না কোনও অনুষ্ঠানে সামিল হয়েছেন৷ যখন আমাদের দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে, আমরা সকলে এক গৌরবময় এবং ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থাকব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.