‘৯০ দশকের পাকিস্তানের ভুলের পুনরাবৃত্তি করছে ভারত’, সাবধান করলেন পাক প্রাক্তনী

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার (বিশ্রাম) অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন শিখর ধওয়ান। এই স্কোয়াডটিও মোটামুটি ভাবে তরুণ প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে। প্রথম দলের বেশ কয়েক জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারা সম্ভবত এশিয়া কাপে আবার দলে ফিরবে।

এত ঘন ঘন ক্যাপ্টেন পরিবর্তনে সিঁদুরে মেঘ দেখছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি আশঙ্কা করছেন যে, ভারত ৯০-এর দশকে পাকিস্তানের ভুলের পুনরাবৃত্তি করছে। গত কয়েক মাস ধরে মোট সাত জন অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিয়েছে। লতিফের দাবি, পাকিস্তান ৯০- এর দশকে একই রকম কাজ করতে গিয়ে আখেরে তাদের ক্ষতি হয়েছিল। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক, যিনি নিজে ২০০৩ সালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন (৬টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে), বলেছেন, ভারত খেলার অন্যান্য দিকগুলির চেয়ে নেতৃত্বের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

লতিফ তাঁর ইউটিউব চ্যানেল ক্যাচ বিহাইন্ড-এ বলেছেন, ‘সবাই ব্যাকআপ নিয়ে কথা বলে। কিন্তু এক ক্যালেন্ডার ইয়ারে ওরা এখন সাত জন ব্যাকআপ ক্যাপ্টেন তৈরি করেছে! ভারতের ইতিহাসে এই প্রথম দেখছি। বিরাট কোহলি, কেএল রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, জাসপ্রীত বুমরাহ… ওরা ৯০-এর দশকে পাকিস্তানের মতো একই ভুলের পুনরাবৃত্তি করছে।’

তিনি আর যোগ করেছেন, ‘ওদের শক্তশালী ওপেনারের ব্যাকআপ নেই। ওদের স্থিতিশীল মিডল অর্ডার নেই। অথচ ভারতের শুধু নতুন অধিনায়ক চাই। কোনও অধিনায়কই ধারাবাহিক ভাবে ওদের হয়ে খেলছে না। কেএল রাহুল এখনও আনফিট, রোহিত আগেও আনফিট ছিলেন। বিরাট মানসিক ভাবে ভালো জায়গায় নেই। সুতরাং ওদের এটা নিয়ে ভাবতে হবে। ওরা অনেক অধিনায়ক পরিবর্তন করছে .. ওদের সৌরভ গাঙ্গুলী, এমএস ধোনি, বিরাট কোহলির মতো একজন নেতা দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.