স্বার্থপর বলেই কাশ্মীর ইস্যুর গুরুত্ব নেই মুসলিম দেশগুলোর কাছে, হতাশ পাকিস্তান

ইসলামিক দেশগুলি মোদীকে বিশেষ সম্মান দিচ্ছে। আর তাতেই পাকিস্তানের মাথা আগুন। একদিকে জখম ইমরান খান বলছেন, ভারতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তখন মোদীর হতে ওঠা আমিরশাহির সম্মান মোটেও মেনে নিতে পারছে না ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা ড. ফিরদৌস আশিক আওয়ান বলেন, আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ স্বার্থপরতার কারনে সেই ইস্যুকে এড়িয়ে যাচ্ছে।

কাশ্মিরীদের উপর অত্যাচারের বিষয়টি কে গোটা বিশ্ব গুরুত্ব দিচ্ছে না বলে উল্লেখ করেন পাকিস্তানের ওই আধিকারিক। কাশ্মীর পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীর হাতে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখায় শনিবার মোদীকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

বর্তমানে বিদেশ সফরে রয়েছেন মোদী। আর সেই সফরেই সংযুক্ত আমিরশাহীতে তাঁর হাতে তুলে দেওয়া হল এই সম্মান। আগেই এই পুরস্কারের কথা ঘোষণা করেছিল আমিরশাহী। তাই রাগের চোটে আমিরশাহ সফরই বাতিল করেন পাক সেনেটর।

সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়ার কথা ছিল পাকিস্তানের সেনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানির। সেদেশের সরকারের আমন্ত্রণে রিববার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানি প্রতিনিধি দলের। সেখানে গিয়ে একাধিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথাও ছিল তাদের। কিন্তু কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করায় আমিরশাহী সফর বাতিল করে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.