ব্রিটেনে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী কুর্সি দখলের দৌড়। এই দৌড়েই অংশগ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এই মসনদ দৌড়ের মাঝেই কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুস দাবি করেছিলেন যে, ঋষি রাশিয়া ও চীনের প্রতি দুর্বল। এই অবস্থায় কড়া পক্ষ নিলেন তিনি। তিনি সরাসরি জানালেন যে, তিনি যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন তাহলে চীনা কমিউনিস্ট পার্টিকে ব্রিটেন থেকে ‘লাথি’ মেরে সরাবেন।
প্রধানমন্ত্রী দৌড়ের প্রতিযোগী ঋষি সুনক মন্তব্যটি করেন গত রবিবারে। ওইদিন তিনি বলেন, “চিনা কমিউনিস্ট পার্টিকে লাথি মেরে বিশ্ব-ব্রহ্মাণ্ড থেকে সরিয়ে দেব। ড্রাগনল্যান্ডের বিস্তারবাদ ঠেকাতে ব্যবহার করা হবে ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই সিক্সকে। সাইবার দুনিয়ায় চিনের একচ্ছত্র রাজ ভাঙবে ব্রিটেন”। তাঁর এই মন্তব্যের দ্বারা এটা স্পষ্ট যে, চীন ও রাশিয়ার বিরুদ্ধে নিজের পক্ষ বেছে নিয়েছেন।
উল্লেখ্য, ঋষি সুনক ব্রিটেনের রাজনৈতিক দৌড়ে নতুন নন। তিনি ইতিমধ্যে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী। গত রবিবারে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনাতেই তিনি সরাসরি আন্তর্জাতিক চীন ও রাশিয়ার মতো ইস্যুতে নিজের পক্ষ জানিয়েদিলেন। ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী হওয়া ছাড়াও, তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’-র প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই হিসাবে পরিচিত বিশ্বস্তরে।