কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী আবারও হাজির হলেন ইডির দফতরের সামনে। তাঁকে মূলত ডাকা হয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলায় ডাকা হয়েছে। উল্লেখ্য, ২৫শে জুলাই তারিখে ভারতের নয়া রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল, তাই সেদিন না ডেকে, এরপরের দিন ডাকা হল।
এই একই মামলায় সোনিয়া-পুত্র রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল। এরপরে, চলতি মাসে গত সপ্তাহেই ডাকা হয় সোনিয়া গান্ধীকে। তারপরে আবার ২৬শে জুলাই তারিখে ডাকা হল। সূত্রের খবর অনুযায়ী, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর তুলনায় চটপট উত্তর দিয়েছেন। যেখানে কিনা, রাহুল গান্ধী তাঁর আইনজীবীর পরামর্শে কখনও মৌখিক বয়ান বদল করেছেন। আবার কখনও লিখিত বয়ান বদল করেছেন।
প্রসঙ্গত, এর আগের সপ্তাহে যখন সোনিয়া গান্ধীকে ইডি তলব করেছিল, তখনও তাঁর তলবের প্রতিবাদের রাস্তায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। আর এবারেও ব্যতিক্রম হয়নি। চলতি সপ্তাহে মঙ্গলবারেও দিল্লির বিভিন্ন কোণায় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেয়। রাজঘাটে গান্ধীর সমাধিস্থলেও কংগ্রেসের তরফে অবস্থান কর্মসূচি করার পরিকল্পনা ছিল। যদিও, পুলিশের হস্তক্ষেপে তা আর সম্ভব হয়নি।