1/4দক্ষিণবঙ্গে এখনও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
2/4বুধবার (২৭ জুলাই) দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
3/4বৃহস্পতিবার (২৮ জুলাই), শুক্রবার (২৯ জুলাই) এবং শনিবারও (৩০ জুলাই) বৃষ্টির ভাগ্য প্রসন্ন হবে না। সব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
4/4তাপমাত্রা কত থাকবে? আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না। বৃষ্টি না হলে এখন যেমন অস্বস্তিকর গরম লাগছে, সেরকমই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।