পশ্চিমবঙ্গের দিকে দিকে রাজনৈতিক হিংসা থামার নাম নেই। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ড এ ভারতীয় জনতা যুব মোর্চা বালি মন্ডলের একটি পার্টি অফিস গতকাল রাত্রে ভাঙচুর হয়। ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই জঘন্য কাজ করেছে। এলাকায় বিজেপির প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে, সেই ভয়ে তাদের মধ্যে এই কাজ করার উদ্দীপন ও প্রেরণা যুগিয়েছে। গত লোকসভা নির্বাচনে বালি বিধানসভায় টিএমসির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি, তাই টিএমসি নেতৃত্ব তাদের হারানো জমি ফিরে পাওয়ার জন্য এই ধরনের জঘন্য কাজ করছে বলে অভিযোগ।
প্রতিবেদন : সুমিত