1/4প্রকৃতপক্ষে ‘পয়েন্ট অফ সেলিং’ অর্থাৎ POS মেশিনে 2G সিম ইনস্টল করা আছে। তাই প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের সমস্যা হত। এমন পরিস্থিতিতে, রেলওয়ে এখন হ্যান্ডহেল্ড টার্মিনালের মতো ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে 4G সিম ইনস্টল করছে। এর জন্য কর্মীদের অনুশীলনও শুরু হয়েছে। এর ফলে এবার থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে।
2/4রেলওয়ে বোর্ডের মতে, সারা দেশে ৩৬ হাজারেরও বেশি ট্রেনে টিটি-কে পয়েন্ট অফ সেল মেশিন সরবরাহ করা হয়েছে। যাতে টিকিট ছাড়া এসি-তে ভ্রমণকারীদের কাছ থেকে জরিমানা বা টিকিটের টাকা নিতে কার্ড গ্রহণ করতে পারবেন তাঁরা।
3/4টিটি-রা এই মেশিনগুলির মাধ্যমে অনলাইনেই এসি বা স্লিপারের টিকিট করে দিতে সক্ষম হবেন। POS মেশিন আপগ্রেড করার কারণে অনেক সুবিধা হবে যাত্রীদের। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন টিকিটবিহীন যাত্রীরা। এতদিন টিকিট না থাকলে নগদে জরিমানা দিতে হত। তবে এবার কার্ডেই জরিমানার টাকা পরিশোধ করা যাবে।
4/4মেশিনটি আপগ্রেড করার সাথে সাথে যাত্রীরা এখন তাঁদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, রাজধানী এবং শতাব্দী ট্রেনগুলিতে ইতিমধ্যেই আপগ্রেড মেশিনগুলি রেল কর্মীদের দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন এক্সপ্রেস ট্রেনের টিটি-দেরও দেওয়া হবে 4G সিম সহ মেশিন। এর পরে যাত্রীরা তাঁদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কার্ডের মাধ্যমে জরিমানার টাকা দিতে বা টিকিট কাটতে সক্ষম হবেন।