1/5তিন শতাংশ নয়, চার শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ)। এমনই জানানো হল জি বিজনেসের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, চার শতাংশ যে ডিএ বাড়ানো হচ্ছে, তা একেবারে নিশ্চিত।
2/5তবে কবে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে, তা নির্দিষ্টভাবে ওই প্রতিবেদনে জানানো হয়নি। ওই প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে।
3/5কত বেতন বাড়বে (চার শতাংশ ডিএ বাড়ানো হয়, সেই নিরিখে)? ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ১৮,০০০ টাকা। এখন ডিয়ারনেস অ্যালোওয়েন্স (বর্তমানে ৩৪ শতাংশ) বাবদ প্রতি মাসে ৬,১২০ টাকা টাকা পান।
4/5কত বেতন বাড়বে (চার শতাংশ ডিএ বাড়ানো হয়, সেই নিরিখে)? ডিয়ারনেস অ্যালোওয়েন্স যদি ৩৮ শতাংশ করা হয়, তাহলে মহার্ঘ ভাতা বাবদ প্রতি মাসে ৬,৮৪০ টাকা পাবেন। অর্থাৎ মাসে ডিয়ারনেস অ্যালোওয়েন্স বাড়বে ৭২০ টাকা (৬,৮৪০-৬,১২০ টাকা)।
5/5তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়ার পরেই সাধারণত আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করে থাকে কেন্দ্র।