সাধু সেজে শ্রাবনী মেলায় ঘুরছিল ৬ মুসলিম যুবক। তাদের আচার আচরণ নিয়ে সন্দেহ হতেই পুলিশকে খবর দেওয়া হয়। তারপরই সামনে আসে আসল তথ্য। বিহারের বৈশালীর শ্রাবনী মেলার ঘটনা।
সাধু বেশে ঘোরা ৬ মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে তারা সাধু সেজে ঘুরছিল, কোনও নাশকতার ছক ছিল কিনা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে আলাদা আলাদা জেলার। ২ জনের কাছ থেকে আধার কার্ড উদ্ধার হয়েছে। সেই আধারে লেখা ঠিকানা এখন যাচাই করা হচ্ছে। ধৃত যুবকরা কোনও জঙ্গি সংগঠনের সদস্য কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই গ্রেফতারি থেকে একাধিক তথ্য সূত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, মেলায় ঘোরার সময় তাঁদের আচরণ নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। এরপর বিহারের গণ্ডক নদীর কাছের এক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।