ইডি সোমবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে পৌঁছায় ওড়িশায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে মূলত এটি করতে হয় ইডি। এদিকে, নামার আগে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হলেও, সবই ভেস্তে যেতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় সেখানে পা দিতেই। একটাই স্লোগান শুধুমাত্র প্রতিধ্বনিত হতে শোনা গেল, “চোর, চোর”।
ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ অনুযায়ী, চলতি সপ্তাহে সোমবার সকালে ১০.৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর এইমস হাসপাতালে গিয়ে পৌঁছায়। বিশেষ অ্যাম্বুলেন্সে করে প্রায় ৪৫ মিনিট সফর করার পরে ইডি পার্থকে ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এইমস-এ গিয়ে পৌঁছায়। কিন্তু, যেই না ইডি পার্থকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, তখনই উপস্থিত বাঙালিরা ‘চোর, চোর’ বলে তেড়ে আসে।
এই অবস্থায় নিরাপত্তারক্ষীদেরকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো নাজেহাল হয়ে যেতে হয়। হুড়োহুড়ি বেশ কিছুক্ষণ ধরে চলে। এইসবের মাঝে কোনো পার্থ চট্টোপাধ্যায়কে হুইচেয়ারে বসিয়ে হাসাপাতালের অন্দরে নিয়ে গেলে, পরিস্থিতি শান্ত হয়। একইসঙ্গে, হাসাপাতাল কর্তৃপক্ষের তরফে একনাগাড়ে মাইকে নির্দেশ দেওয়া হয় হাসপাতাল খালি করার জন্য।
2022-07-26