শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৮:১৮
হাসপাতালে ভর্তি থাকলে তা হেফাজত বলা চলে না, যুক্তি ইডির
পার্থর আইনজীবীর যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী। বলেছেন, ‘‘হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। আমরা ইতিমধ্যে দু’ দিন হারিয়েছি। তাই পার্থকে আরও ১৪ দিনের হেফাজতে চাইছি আমরা। অর্পিতাকে ১২ দিনের জন্য হেফাজতে নিতে চাইছি।’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৮:০৮
পার্থকে ১৪ দিনের হেফাজতে চাইছে ইডি
আদালতে ইডির আবেদন, পার্থকে ১৪ দিনের জন্য তাদের হেফাজতে পাঠানো হোক। পার্থর আইনজীবী এই আবেদনের বিরুদ্ধে যুক্তি দেন, ‘‘২৪ ঘণ্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিল ইডি। তার পর গ্রেফতার করা হয়। ইডির হেফাজত থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিসাব করলে দেখা যাবে, ইতিমধ্যে পার্থ তিন দিন ইডির হেফাজতে রয়েছে।’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৮:০৪
পার্থকে গ্রেফতার কেন, প্রশ্ন আইনজীবীর
পার্থকে কেন গ্রেফচার করা হল, প্রশ্ন তুললেন তাঁর আইনজীবী। শুনানিতে বললেন, ‘‘হাই কোর্ট মামলাটির ওপর নজর রাখছে। তারা গ্রেফতারের কথা বলেনি। ইডি তদন্ত করছিল। পার্থ বাবুকে সমন পাঠানো হয়েছিল। তিনি গিয়েছিলেন। বিনা নোটিসে ইডি ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। তার পরেও গ্রেফতার কেন করা হল?’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৭:৫৮
অর্পিতা আমার পরিচিত: আদালতে স্বীকার পার্থর আইনজীবীর
আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী স্বীকার বললেন, ‘‘অর্পিতা আমার পরিচিত। আমি অস্বীকার করছি না। কিন্তু আমার জুনিয়রের বাড়ি থেকে টাকা পাওয়া গেলে, আমার সঙ্গে যোগ কোথায়?’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৭:৫০
অর্পিতার জন্য রবিবার ইডির ওপর হামলা!
রবিবার আদালত থেকে ফেরার সময় ইডির কনভয়ে অন্য একটি গাড়ি চলে আসে। ইডির আইনজীবী সোমবার আদালতে অভিয়োগ করলেন, অর্পিতার কারণেই কালো একটি গাড়ি ইডির কনভয়ে ঢুকে পড়ে, উদ্দেশ্য ছিল ইডি আধিকারিকদের হামলা।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৭:৪৫
এমসের রিপোর্ট দিয়ে ইডি বলল, পার্থ সম্পূর্ণ সুস্থ
ভুবনেশ্বর এমসের দেওয়া রিপোর্ট আদালতে পেশ করলেন ইডির আইনজীবী। বললেন, ‘‘পার্থ সুস্থ রয়েছেন। তিনি শুধু যে অসুস্থ হওয়ার ভান করেছেন, তা নয়, এক জন রোগীকেও বঞ্চিত করেছেন। এয়ার অ্যাম্বুল্যান্সের যাতায়াত করে টাকাও নষ্ট করেছেন।’’ চিকিৎসকদের দোষী সাবস্ত্য করা হোক বলেও দাবি করেছেন তিনি।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৭:০১
পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে: ইডি
পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে বলে আদালতে দাবি করল ইডি।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৬:৩৯
শুরু হল শুনানি
অর্পিতাকে পেশ করা হল ইডির বিশেষ আদালতে। চলছে শুনানি।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৫:৩২
পুলিশে ছয়লাপ ইডির বিশেষ আদালত
ইডির বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়েছে অর্পিতাকে। আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৫:২৬
আদালতে নিয়ে যাওয়া হল অর্পিতাকে
ইডির বিশেষ আদালতে নিয়ে যাওয়া হল অর্পিতাকে। কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৫:২১
আদালতের পথে অর্পিতা
জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা পর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অর্পিতাকে। খুব ধীর গতিতে চালানো হচ্ছে অর্পিতার গাড়ি।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৪:২৩
হাসপাতাল থেকে বের করা হল অর্পিতাকে
জোকার ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষার পর বার করা হল অর্পিতাকে। এর পর তাঁকে আদালতে তোলা হবে।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৩:৩২
অর্পিতার হাসপাতালে পৌঁছনোর মুহূর্ত
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৩:১৯
কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ জোকার হাসপাতাল
জোকার হাসপাতালে কড়া নিরাপত্তা। মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী।
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১২:৫০
জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন অর্পিতা
জোকায় ইএসআই হাসপাতালে পৌঁছলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জোকার হাসপাতালে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১২:৪০
খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য: ইডি
রবিবার আদালতে অর্পিতার শুনানি চলাকালীন ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘‘যা পাওয়া গিয়েছে, তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১২:৩৯
কোনও অন্যায় করিনি: অর্পিতা
নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন অর্পিতা। তিনি বলেছেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির বড় চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’ রবিবার তিনি বলেন, ‘‘আইনের উপর আস্থা রয়েছে।’’
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১২:২৯
জোকায় ইএসআই হাসপাতালে অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা
সল্টলেকের সিজিও কমপ্লেক্স (যেখানে ইডির দফতর) থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গেল ইডি। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হবে। এর পরই ইডির বিশেষ আদালতে তোলা হবে ‘পার্থ-ঘনিষ্ঠ’কে।