Monsoon Rain Forecast: ভোর থেকেই শুরু বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা

1/4দক্ষিণবঙ্গে এই মরশুম সেভাবে ভারী বৃষ্টি হয়নি। তবে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

2/4হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারে বৃষ্টির পরিমাণ বাড়লেও মঙ্গলবার ও বুধবার ফের কমে যাবে বৃষ্টির পরিমাণ। এরপর অবশ্য ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দফায় দফায় বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নীচের দিকে৷

3/4উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গে তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন হওয়ার ইঙ্গিত নেই।

4/4সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.