গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিলিগুড়ির বিধায়ক কথা মেয়র অশোক ভট্টাচার্য। রবিবার সকালে শিলিগুড়ির বাড়িতে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। শীঘ্রই বাড়িতে ডেকে পাঠানো হয় ডাক্তার। সেখানেই ইসিজির পর পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা নিশ্চিত অশোক ভট্টাচার্য হৃদরোগে ভুগছেন৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বাম নেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ তিনি স্থিতিশীল৷ আপাতত বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বর্ষীয়ান বাম নেতাকে৷
প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে এখনও যে সিপিএম নেতারা সক্রিয় রয়েছেন তাদের মধ্যে অশোক ভট্টাচার্য একজন। শিলিগুড়ির মেয়র হওয়ার পাশাপাশি সেখানকার বিধায়কও তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। ২০১৬ সালে বিধানসভায় ফিরে আসার পরেই সদা সক্রিয় থেকেছে অশোক। কিন্তু এবারের অধিবেশনে তিনি আর উপস্থিত থাকতে পারবেন না বলেই মনে করছে তাঁর সতীর্থরা।
নীল রায়