ভারতীয় পাসপোর্টের ক্ষমতা জানেন? এই প্রশ্ন এজন্যই জিজ্ঞাস করছি, কারণ, শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট দেখিয়েই বিশ্বের ৫ দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। শুধুমাত্র নাগরিকত্ব পাওয়াতেই বিষয়টা সীমাবদ্ধ নয়, অনায়াসে আপনি চাকরিও পেতে পারেন, তাও আবার বিনা ভিসাতেই শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট দেখিয়ে।
যে দেশগুলোতে বিনা ভিসাতেই শুধুমাত্র পাসপোর্ট দেখিয়েই নাগরিকত্ব পেয়ে যাবেন সেগুলো হল যথাক্রমে-অস্ট্রিয়া, বেলজিয়াম, ইকুয়েডর, কোস্টারিকা ও বেলিজে। অস্ট্রিয়ায় নাগরিকত্বের জন্য আগে নিজের দেশে আবেদন জানাতে হবে এবং আবেদন মঞ্জুর হয়ে গেলে ডি-ভিসায় অস্ট্রিয়ায় থাকার অনুমতি চেয়ে সেখানে ৬ মাস বিনা সমস্যায় জড়িয়ে থাকতে হবে। ব্যাস, আর কি আপনি পেয়ে যাবেন অস্ট্রিয়ার নাগরিকত্ব।
বেলজিয়াম, তুষারপাতযুক্ত ব্যয়বহুল দেশ। এই দেশে নাগরিকত্ব পেতে গেলে আগে আপনাকে সেখান চাকরি পেতে হবে। চাকরি পেয়ে গেলেই আপনি বেলজিয়ামে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ইকুয়েডরে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনার শুধুমাত্র দেখাতে হবে যে, প্রতি মাসে আপনার আয় ৮০০ ডলার। কোস্টারিকার সৈকত রিসোর্ট সবারই নজর কাড়ে। শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকলেই সেখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বেলিজে দেশে আবার বসবাস করতে গেলে বেশি খরচ হবে না। মাত্র ৩০ দিনের ভিসা নিয়ে গেলেও সেখানে নিজের ইচ্ছেমতো থাকতে পারেন। তবে, যদি নাগরিকত্ব পেতে চান, তাহলে শুধুমাত্র হাজার ডলার ও বিশেষ কাগজপত্র জমা দিতে হবে, তারপরেই সেখানে নাগরিকত্ব পেয়ে যেতে পারেন।
2022-07-24