1/4আগামিকাল (শনিবার) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে সন্তুষ্ট থাকতে হবে। তারইমধ্যে আজ (শুক্রবার) উত্তরবঙ্গের তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
2/4উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র কালিম্পং ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। রাজ্যের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সপ্তাহান্তে।
3/4কলকাতাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি। এই ঘাটতি পূরণ হওয়ার কোনও ইঙ্গিত এখনও হাওয়া অফিস দেয়নি। এদিকে ভারী বৃষ্টি না হওয়ার জেরে তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে।
4/4বৃহস্পতিবার (২১ জুলাই) উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।