একুশে জুলাইয়ের দিনই ভাঙন ধরল তৃণমূলে। বৃহস্পতিবার রাতে বালুরঘাটে ৩০ জন যুবক তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অশোক কুমার লাহিড়ি।
যোগদানকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তবে তাঁদের ইচ্ছে ছিল, ২১ জুলাই শহিদ দিবসের দিনই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। সেই অনুযায়ী ২১ জুলাইয়ের রাতে তাঁরা বিজেপিতে যোগ দেন।
বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ি বলেন, ‘স্বাধীনতা হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের কাজ হয়নি এখনও৷ এই যে নতুন প্রজন্ম ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলে যোগদান করছে, এতে আমি খুব উল্লসিত৷ আর আজ আমাদের খুব গর্বের দিন৷ কারণ এক জনজাতির মেয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন৷ এখনও রাষ্ট্রপতি হননি তিনি৷ এতে প্রমাণ হয় ভারতীয় গণতন্ত্রের মহিমা এখনও অক্ষুণ্ণ রয়েছে৷ আর এঁরা এদিনই যোগদান করায় আমার মত, এঁরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে৷’