রাজ্যে ফের গরু পাচার। এবার গাড়ি বোঝাই আমের পেটির আড়ালে গরু পাচারের চেষ্টা অপরাধীদের। তবে পুলিশের তৎপরতায় পাচারের ছক বানচাল হয়ে যায়। ঘটনায় মূল অভিযুক্ত রহমান আলিকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকায় অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ। অন্যদিকে, পুলিশের একটি ভ্যান আগে থেকেই তৈরি ছিল। সেইসময়েই ওই রাস্তা দিয়ে আমের পেটি বোঝাই একটি গাড়ি কোচবিহারের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটি আটকানো হয়। তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা! আমের পেটির আড়াল থেকে উদ্ধার করা হয় ১১ টি গরু।
গরু পাচার করার চেষ্টার অভিযোগে রহমান আলি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদেও ধৃতের উত্তরে অসংগতির দেখা মিলেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলিকে স্থানীয় একটি খামারে রাখা হয়েছে বলে খবর। এই চক্রান্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেদিকেও নজর দেওয়া হয়েছে।