তৃণমূলের একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। আর স্থানীয় তৃণমূলের নেতারা স্কুলের ভেতরেই শহিদ দিবস পালন করলেন। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির রাজগঞ্জে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, কলকাতায় একুশের সভায় হাজির ছিলেন রাজগঞ্জ থেকে প্রচুর তৃণমূল কর্মী।
কিন্তু যারা যেতে পারেননি, তারা স্থানীয় স্কুলে শহিদ দিবস পালন করলেন সন্ন্যাসী কাটা পঞ্চায়েতের সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল বন্ধ রেখে সাউন্ড বক্স বাজিয়ে চলে একুশে জুলাইয়ের শহিদ দিবস। অনুষ্ঠানের পর স্কুল চত্বরে স্থানীয় তৃণমূল কর্মীরা খাওয়া-দাওয়া করেন বলে জানা গিয়েছে। এদিকে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক অনুষ্ঠান কেন স্কুলের ভেতরে করা হল? উত্তরের তৃণমূলের অঞ্চল সভাপতি মোর্শেদ আলম জানিয়েছেন, ”রাজগঞ্জ থেকে অনেকেই কলকাতায় যেতে পারেননি। তাঁদের জন্যই সন্তোষ পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ দিবস পালন করা হয়েছে।”
তিনি আরও বলেন, ”প্রধান শিক্ষকের কাছে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি নেওয়া ছিল। কিন্তু তৃণমূল কর্মীদের খিচুড়ি খাওয়াতে গিয়ে দেরি হয়ে গিয়েছে।” ওদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি জলপাইগুড়ির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ জানিয়েছেন, ”তৃণমূল আমলের সবই সম্ভব। এটা শহিদ দিবস নয়, উল্লাস দিবস পালন করছে তৃণমূল।”
2022-07-23