প্রতিবাদরত নিরীহ ছাত্রদের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল চিনের কমিউনিস্ট সরকার। তিয়েনামেন স্কোয়ারের সেই নরসংহারের ঘটনা এখনো বিশ্ববাসীর মনে তাজা। ফের সেই দৃশ্য দেখা যাচ্ছে চিনের রাস্তায়।
ঠিক কী হয়েছে? গোটা বিশ্বের মতো চিনেও ব্যাঙ্কেই টাকা রাখেন সেখানকার মানুষ। কিন্তু এপ্রিল মাস থেকে জমানো টাকা তুলতে পারছেন না তারা। আর তুলতে দিচ্ছে না খোদ কমিউনিস্ট সরকার। প্রতিবাদে পথে নেমেছেন চিনারা। জিংপিং সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁদের সমঝে দিতেই এবার রাস্তায় ট্যাঙ্ক নামাল কমিউনিস্ট সরকার।
ব্যাঙ্কের সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের ব্যাঙ্ক পর্যন্ত যেতে বাধা দিতে এই ট্যাঙ্কারগুলিকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। আসলে বিষয়টি ব্যাঙ্ক অফ চায়নার হেনান শাখার। সম্প্রতি তারা ঘোষণা করেছে, তাদের শাখায় আমানতকারীদের রাখা অর্থ এখন আর তোলা যাবে না।
এই ঘোষণার পরই শুরু হয় বিক্ষোভ। পুলিশ ও জনগণের মধ্যে সংঘর্ষও বেঁধেছে বেশ কয়েকটি জায়গায়। এরপরই রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছে চিনের কমিউনিস্ট সরকার। অর্থাৎ জনগনকে সোজাসুজি ইঙ্গিত দেওয়া হয়েছে, বেশি বেগরবাঁই করলে ফের একটা তিয়েনামেন স্কোয়ার হবে।