বিষমদের জেরে মৃত ব্যক্তিকে পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেখানে পৌঁছে মৃত ও অসুস্থ ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করলেন। সেখানেই তিনি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করলেন রাজ্য সরকারের কাছে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে হাওড়ার ঘুসুড়িতে। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত পৌঁছান ও মৃত ব্যক্তিদের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে তিনি কথা বলেন আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও। এইসবের মাঝেই সুকান্ত মজুমদার রাজ্য সরকারের কাছে দাবি করলেন যে, মৃতদের পরিবারকে যেন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।
উল্লেখ্য, বিষমদের জেরে হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানার অন্তর্গত ধর্মতলা এলাকায় মারা যান ৭ জন। অভিযোগ, রেল লাইনের ধারে বসা চোলাইয়ের ঠেকে মদের আসরে অংশগ্রহণ করার পরেই মারা যান তাঁরা। ছয় জনের মতো ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মৃতদেহগুলোকে নিয়ে পুলিশ ময়নাতদন্ত করতে দিয়েছে বলে জানা গেছে।
2022-07-23