‘আমি গর্বিত হিন্দু’, ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ঋষি সুনকের বক্তব্য ভাইরাল

গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ব্রিটেনের দিকে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ এখন প্রত্যেক ভারতীয়দের কাছে একটা বাড়তি কৌতূহলের জায়গা। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। একটা সময় ব্রিটিশরা ভারতের উপর রাজত্ব করেছিল ২০০ বছর ধরে। আজ তাদেরই দেশের এক হিন্দু ব্যক্তি ক্ষমতার কুর্সিতে বসতে চলেছে।

ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ট্যাবলয়েডে শুধুই সুনক সম্পর্কে যাবতীয় খবর প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই, সুনকের একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই বক্তব্যে ভাবী প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু বলে অভিহিত করছেন। সম্প্রতি, একটি ব্রিটিশ সংবাদপত্রের পক্ষ থেকে তাঁকে তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন করা হলে তিনি একটি উত্তরের মাঝে পরিষ্কারভাবে জানিয়ে দেন, ”আমি এখন ব্রিটেনের নাগরিক, কিন্তু আমার ধর্ম হিন্দু। ভারত আমার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। আমি গর্ব করে বলতে পারি আমি একজন হিন্দু এবং হিন্দু হওয়াই আমার পরিচয়।”

উল্লেখ্য, ২০২০ সালের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ঋষি সুনক। সেই সময় তিনি শপথ গ্রহণ করেছিলেন গীতার ওপর হাত রেখে। এরপর থেকেই সময়ের সঙ্গে সঙ্গে তিনি প্রত্যেক ভারতীয়দের কাছে পছন্দের মানুষ হয়ে উঠতে থাকেন। তিনি সে সময় গো মাংস ত্যাগ করার আবেদন জানিয়েছিলেন সেদেশে।

i

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.