গরুর চোরা চালানের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সকালে পুলিশের কবল থেকে পালানোর চেষ্টা করে। তখনই ধৃত গরু মাফিয়া আদম আলিকে গুলি করে মারল অসম পুলিশ।
ধৃতের বিরুদ্ধে বাংলাদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে গরু পাচার এবং অস্ত্র পাচারের অভিযোগ ছিল। আজ তদন্তের স্বার্থে আদম আলীকে ছাগলিয়া গেট এলাকায় নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় সে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পুলিশের সতর্কতা সত্বেও থামেনি। তখন বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। আর তাতেই মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, আদম আলি অসম সমেত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুখ্যাত হিসেবে পরিচিত। আদম আলি ও তার দলবল গরু পাচার থেকে শুরু করে অস্ত্র পাচারও করত। এমনকি পশ্চিমবঙ্গ থেকে গরু অসমের বিভিন্ন এলাকায় পাচার করা, বাংলাদেশে পাচার করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আর এই পাচার করে বিপুল সম্পত্তির মালিক হয়েছিল সে। পশ্চিমবঙ্গ, আসাম সমেত একাধিক রাজ্যে তাঁর বিপুল সম্পত্তি রয়েছে বলে খবর।