‘সোনিয়া গান্ধীকে ইডি কেন ডাকল’? সংসদে তাণ্ডব কংগ্রেসের, মুলতুবি দুই কক্ষের অধিবেশনই

বিতর্ক আগেই তৈরি হয়েছে। অশান্তি যে হবে, আগে থেকেই অনেকেই বুঝতে পেরেছিলেন। সংসদে বাদল অধিবেশন শুরু হতেই দুই কক্ষে বিক্ষোভ দেখানো শুরু করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের সাংসদরা। এই বিক্ষোভের মূলে রয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করার বিষয়টি। অনেকেই সোনিয়া গান্ধীর মুখ বসানো পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এইসব কিছু জেরে সাময়িকভাবে মুলতুবি করে দিতে হয় রাজ্যসভা ও লোকসভায়।

জানা গিয়েছে, লোকসভায় মুলতুবি রাখা হয়েছে সকাল সাড়ে ১১ টা অবধি। ওদিকে, দুপুর ১২ টা অবধি মুলতুবি থাকছে রাজ্যসভা। বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্যাকেটজাত খাদ্যপণ্যের ওপরে জিএসটি বসানোকে কেন্দ্র করে। এদিকে সোনিয়া গান্ধীকে ইডির তলবকে কেন্দ্র করেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। সূত্র মারফত খবর, বুধবার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই ঠিক হয়ে যায়, কংগ্রেস এই বিষয়টিকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখাবে। এদিকে অধিবেশন শুরুর আগে থেকেই কংগ্রেস সমমনস্ক বিরোধী দলগুলি সঙ্গে বৈঠকে বসে পড়ে।

সেই বৈঠকে হাজির ছিলেন ডিএমকে, সিপিআই, টিআরএস, এনসিপি, শিবসেনা ও আরজেডির সাংসদরা। জানা গিয়েছে, একটি যৌথ বিবৃতি জমা দেওয়া হয়েছে বিরোধীদলের পক্ষ থেকে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ”বিরোধী দলগুলির বিরুদ্ধে চক্রান্ত করে মোদী সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিশানা বানাচ্ছে। এভাবে আমাদের আটকানো যাবে না। আমরা জনবিরোধী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখব।” এদিকে, এই বিষয়টিকে কেন্দ্র করে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ”আইনের চোখে সকলেই সমান, তাই তো? কংগ্রেস নেত্রী কি কোনও মহা মানবী? ওনারা (কংগ্রেস) নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.