এনডিএ-র বাইরে একশো জন ভোট দিয়েছেন দ্রৌপদীকে, বিরোধী শিবিরের সমর্থনও পাননি যশবন্ত

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। শুরু থেকেই ক্রস ভোটের দাবি করেছিল প্রায় সব পক্ষই। কিন্তু দেখা গেল এনডিএ-র বাইরে একশো জন দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। যদিও ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের দল এবং উড়িষ্যার নবীন পট্টনায়ক আগেই দ্রৌপদীকে সমর্থনের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, কংগ্রেস এবং সপা-র বেশ কয়েকজন সাংসদও দ্রৌপদীকে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪, ৭৯৭ জন। তার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ভোটগণনা হচ্ছে আগে। প্রবণতা বলছে, ‘হিসাব মিলিয়েই’ এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিন্হা পেয়েছেন ২২৮টি।

রাষ্ট্রপতি নির্বাচনে ১৫ জন সাংসদের ভোট বাতিল। ভুল ভাবে ব্যালট পেপারে দাগ দেওয়ার কারণেই ভোটগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম রাউন্ডে সাংসদদের ভোটগণনা শেষে দ্রৌপদীর পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিন্হা পেয়েছেন ২২৮টি। অর্থাৎ, ৭২.১৯ শতাংশ সাংসদই ভোট দিয়েছেন উড়িষ্যার জনজাতি নেত্রীকে।

প্রথম দশটি রাজ্যের গণনার শেষে দ্রৌপদী পেয়েছেন ৮০৯টি ভোট। তার মোট মূল্য ১, ০৫, ২৯৯। যশবন্ত পেয়েছেন ৩২৯টি ভোট। তাঁর ভোট মূল্য ৪৪, ২৭৬। এই দশ রাজ্যে মোট বৈধ ভোট ছিল ১, ১৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.