ভারতীয়দের বিবর্তনের ধারা এবার খোঁজা হবে। এই খোঁজ শুরু হবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। এই খবরটি জানিয়েছেন খোদ কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি। তাঁর কথায়, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসেছে ভারতীয় নৃতাত্ত্বিক জরিপ সংস্থা বা অ্যানথ্রপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
এই খোঁজ শুরু করার জন্য যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, সেটি হল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পলিমরফিজম অফ কনটেম্পরারি ইন্ডিয়ান পপুলেশনস’ নামক একটি প্রকল্প। ভারতীয় বাসিন্দাদের জিনোমিক বৈচিত্র্য জানা যাবে এই প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পের মাধ্যমে প্রথমে মূলত দেশজুড়ে একটি ডিএনএ ডেটাবেস তৈরি করা হবে। এছাড়াও উক্ত ব্যক্তি ঠিক কোন কারণে বাসস্থান বদল করেছেন, সেই ইতিহাস অনুসন্ধান করা হবে। খাদ্য হোক বা পেশা বা অন্য কোনো কারণ সবটাই জানার চেষ্টা করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে ৭৫টি জনজাতির ডিএনএ সিকোয়েন্সিং সম্পন্ন হয়ে গেছে। এই ডিএনসি সিকোয়েন্সিং-এর জন্য মূলত ৭৮০৭টি রক্তের নমুনাও সংগ্রহ করা হয়ে গেছে।
2022-07-22