এবারে এক চিকিৎসক নিজের যাবতীয় সম্পত্তি দান করলেন উত্তরপ্রদেশ সরকারকে। তাঁর ইচ্ছা, রাজ্য সরকার তাঁর টাকা দিয়ে গরিব মানুষদের জন্য কাজ করুক, সেবা করুক। এই চিকিৎসক হলেন মোরাদাবাদের অরিন্দম গয়াল। তিনি তাঁর যাবতীয় সম্পত্তি দান করেছেন উত্তরপ্রদেশ সরকারকে। জানা গিয়েছে, তাঁর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
বিগত ৫০ বছর ধরে একনাগাড়ে মানুষের সেবা করে চলেছেন চিকিৎসক অরবিন্দ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ২৫ বছর আগেই। চিকিৎসক অরবিন্দ গয়ালের আরও অনেক কীর্তি রয়েছে। তাঁর মধ্যে অন্যতম, লকডাউনের সময় তিনি দত্তক নিয়েছিলেন মোরাদাবাদের ৫০ টি গ্রামকে। সম্পূর্ণ নিজের টাকা দিয়ে তিনি সেই সমস্ত গ্রামের গরিব মানুষকে সবধরনের পরিষেবা দিয়েছিলেন একেবারে বিনামূল্যে।
এইসব কিছুর পাশাপাশি চিকিৎসক অরবিন্দ গোটা রাজ্যের গরিব মানুষদের জন্য বিনামূল্যের শিক্ষার ব্যবস্থা ও চিকিৎসার পরিষেবা গড়ে দিয়েছেন। অরবিন্দ এর আগে মোট চারবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর নিজের পরিবার বলতে রয়েছে এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রী রেণু।
2022-07-22