কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন। জানা গিয়েছে, সোনিয়া গান্ধী বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ হাজিরা দিয়েছেন দিল্লির ইডি দফতরে। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। হাজিরা দেবার আগে মায়ের সঙ্গে দেখা করতে আসেন রাহুল গান্ধী। এছাড়াও, সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
জানা যাচ্ছে, এবারেও সোনিয়া গান্ধীকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি গঠন করেছে পাঁচ জন মহিলা আধিকারিকেরে একটি বিশেষ দল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে কংগ্রেস ইডি দফতরে সোনিয়ার সঙ্গে একজন চিকিৎসক এবং আইনজীবীকে পাঠানো দাবি করেছিল। যদিও, সোনিয়ার সঙ্গে কোন চিকিৎসককে দেখা যায়নি।
জুন মাসে রাহুল গান্ধী নয় দিনের ব্যবধানে মোট পাঁচবার অর্থাৎ প্রায় ৫৩ ঘণ্টা ইডির মুখোমুখি হয়েছিলেন। সেই সময় হাজার হাজার কংগ্রেস নেতা, কর্মীরা রাস্তায় নেমেছিলেন দলীয় নেতার সমর্থনে। দিল্লির বহু এলাকা জুড়ে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এবারে সোনিয়া গান্ধীর সমর্থনেও কংগ্রেস রাস্তায় নেমেছে। খবর আসছে, এবারের প্রতিবাদ কর্মসূচি আগের তুলনায় আরও বড় করেছে কংগ্রেস।
2022-07-22