ফের বিষমদে মৃত্যু ৬ জনের। ঘটনাটি ঘটেছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে। বর্তমানে এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ও অসুস্থ ব্যক্তিরা যে দোকান থেকে দেশি মদ কিনেছিল সেই দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এলাকাবাসীরা। পুলিশ এসে গ্রেফতার করেছে মদ বিক্রেতা প্রতাপ কর্মকারকে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত্রে ওই এলাকার বেশ কিছু মানুষ মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শুধু তাই নয়, মদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের বমি শুরু হয়। এরপর অনেকেই বাড়িতে ঢুকেই মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি নিয়ে যায় মালিপাঁচঘড়া থানার আধিকারিকেরা। বর্তমানে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে ২০ জন। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এলাকায় রেললাইনের ধারে বেশ কিছু দেশি মদের দোকান রয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা ও কলকারখানার কর্মীরা কাজের শেষে ভিড় করেন ওই দেশি মদের ঠেকগুলিতে। মঙ্গলবার রাত্রে দেশি মদ খাওয়ার পরেই এই ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে ওই ৬ জনের।
2022-07-21