পুলিশ সোমবার তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়ার পিয়াজি মোড় এলাকা থেকে। জানা গিয়েছে, ছয়জন বাংলাদেশি একটি মারুতি ভ্যান করে যাচ্ছিল বাংলাদেশ সীমান্তের দিকে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল পরিচয় ও তাদের উদ্দেশ্য। পুলিশ গাড়ি আটক করার পর সেই মুহূর্তেই ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তিন ব্যক্তি। কিন্তু ফাঁসিদেওয়া থানার পুলিশকর্মীরা গ্রেফতার করে বাকি তিনজনকে।
অভিযুক্তরা জানিয়েছে, তারা দু’দিন আগেই কাঁটাতারের বেড়া টপকে ঢুকেছিল ফাঁসিদেওয়ায়। তাদের মূল উদ্দেশ্যই ছিল, ভারত থেকে গরু কিনে নিয়ে বাংলাদেশের ফিরে যাওয়া। সেই কারণে তারা আশ্রয় নিয়েছিল চরহাটা এলাকায় একজন পরিচিতের বাড়িতে। কিন্তু নিজেদের সাধ্যমত এবং পছন্দমত গরু না পাওয়ার কারণে তারা ঠিক করেছিল, বাংলাদেশেই ফিরে যাবে। সেই মতই তারা বাংলাদেশের উদ্দেশ্যে মারুতি ভ্যানে করে পাড়ি দিয়েছিল। কিন্তু সেই সময়ে পুলিশ তাদেরকে ধরে ফেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম মোঃ বিপ্লব হোসেন, মহম্মদ সিয়াম, মোঃ আবু বক্কর সিদ্দিকী। এরা প্রত্যেকেই বাংলাদেশের তেতুলিয়ার বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বাংলাদেশি মোবাইল ও সিম কার্ড।
2022-07-21