দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনা ও লাল ফৌজ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভুটানের ডোকলাম মালভূমিতে। এবারে ভুটান এলাকায় চিনের নতুন নির্মাণকার্যের ছবি ধরা পরল উপগ্রহ চিত্রে। ছবি দেখে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, লাল ফৌজ ডোকলামের ঝাম্পেরি শৈলশিরায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে, ওই শৈলশিরা থেকে ভারতের শিলিগুড়ি করিডরের ওপর সরাসরি নজর রাখা যায়।
এখন এই করিডরের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে বাকি দেশগুলির যোগাযোগ রয়েছে। ভারতীয় বিশেষজ্ঞরা ছবি দেখে জানিয়েছে, লাল ফৌজ ইতিমধ্যেই আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে আমো চু নদীর তীরে। শুধু তাই নয়, সেই গ্রামের প্রত্যেক বাড়িতেই একটি করে গাড়ি দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। অর্থাৎ, চিনা বাসিন্দারা ওই গ্রামে রীতিমতো বসবাস শুরু করে দিয়েছে। গ্রামের নাম পাংডা। উপগ্রহ চিত্রে আরও ধরা পড়েছে, আরও দুটি গ্রাম ওই একই অঞ্চলে। শুধু তাই নয়, পাকা রাস্তাও দেখা গিয়েছে।
মনে করা হচ্ছে, ভুটান সীমানা ১০ কিলোমিটারের মধ্যে এই নির্মাণকার্য চালাচ্ছে লাল ফৌজ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী জানিয়েছেন, ”পাংডা গ্রাম ও তার উত্তর ও দক্ষিণের গ্রামগুলি থেকেই বোঝা যাচ্ছে চিনারা ডোকলাম মালভূমির ঝাম্পেরি শৈলশিরার উপরে বৈধ অধিকার কায়েম করতে চাইছে।” এদিকে ভারতীয় সেনা জানিয়েছে, তারা লাল ফৌজের যাবতীয় কার্যকলাপের উপর নজর রেখেছে। তারা যেকোন মুহূর্তেই যোগ্য জবাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
2022-07-21