বাইরে বেরনো নয়, চলতে-ফিরতে, রাস্তাঘাটে, বাসে-ট্রেনে, কখনও বাড়িতেই, আবার কখনও কর্মস্থলে যৌন লালসার শিকার হন মহিলারা। এর কোন নির্দিষ্ট বয়স নেই, এর কোনো নির্দিষ্ট রঙ নেই। আর পাঁচটা যুদ্ধের সঙ্গেই এই যুদ্ধকেও অনেকসময় প্রতিদিনের রুটিনে রাখতে হয়। এদিকে, যেখানে ধর্ষণ বা যৌন হেনস্থার কারণ হিসাবে বহুবারই পোশাকের দিকে আঙুল তোলা হয়। সেখানে বোরখা পরেও লালসা থেকে বাঁচতে পারল না এক নাবালিকা। এমনই এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। এই ঘটনার ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এক পাকিস্তানী সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে। দাবি, এই ঘটনাটি দিনের আলোয় পড়ন্ত বিকেলের সময় ঘটেছে। ভিডিও অনুযায়ী, একটি রাস্তার মধ্যে দিয়ে নাবালিকা বোরখা পরে যাচ্ছিল। ঠিক সেই সময়েই হঠাৎ করে এক ব্যক্তি পিছন দিক থেকে দৌড়ে আসে ও নাবালিকাকে পিছন থেকে ঝাপটে ধরে।
নাবালিকা নিজের সম্পূর্ণ প্রচেষ্টায় নিজেকে সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায়। অবশেষে ওই ব্যক্তি নিজেই ছেড়ে চলে গেলে মুক্তি পান ওই নাবালিকা। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শুরু হয় দেশজুড়ে। এই ঘটনা প্রসঙ্গে সীমান্ত পারের বিশিষ্ট সাংবাদিক হামিদ মির একটি টুইট করেন। সেই টুইটে তিনি বলেন, “অভিযুক্ত সমগ্র পুরুষের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অপরাধীকে খুঁজে বের করতে হবে। কড়া শাস্তি দিত হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন নক্কারজনক কাজ না করে”। এবার, এই মামলার সঙ্গে জড়িত ব্যক্তি শাস্তি পায় কিনা, সেটাই দেখার।
2022-07-21