ডামাডোল ও বিস্তর জল্পনা কল্পনার মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রনিল। এদিকে, শ্রীলঙ্কাবাসী দেশের যাবতীয় বিপর্যয়ের কারণের জন্য তাঁকেই দায়ী করেছেন। কিন্তু সমস্ত বিরোধিতা ও বিক্ষোভকে ধুয়ে মুছে প্রেসিডেন্টের কুর্সিতে এলেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল।
৭৩ বছরের রনিল এর আগে ছয়বার দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন। গোতাবায়ার দল এসএলপিপি, রনিলকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছিল। এর আগে অবশ্য রনিল প্রেসিডেন্ট নির্বাচনে দু’বার লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হেরে যান। এবারে জয়লাভ করেছেন রনিল। নির্বাচনের ফলাফল সামনে আসার পর শ্রীলঙ্কাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রনিল। সেইসঙ্গে তিনি বলেছেন, ”কঠিন পরিস্থিতি শ্রীলঙ্কার। সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। মিলিতভাবে এই সমস্ত প্রতিবন্ধকতা পার করতে হবে।” উল্লেখ্য, রনিল শ্রীলঙ্কার অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন।
জানা গিয়েছে, তিনি ভোট পেয়েছিলেন ১৩৪ টি। প্রতিদ্বন্দ্বী হিসেবে দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। কিন্তু সেদেশের আম জনতা প্রেসিডেন্ট হিসেবে রনিলকে একেবারেই চায়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পদে দেখতে চেয়েছিল দুল্লাস আলাহাপেরুমাকে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কায় ফের নতুন করে বিক্ষোভ আন্দোলন শুরু হতে পারে। কারণ রনিলের প্রার্থীপদকে কেন্দ্র করে অসন্তুষ্ট শ্রীলঙ্কাবাসী। সেই কারণেই বিক্ষোভ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
2022-07-21