তাপমাত্রার পারদ গোটা বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে। এবারে তীব্র দাবদাহে ব্রিটেন পুড়ছে। বর্তমানে সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার আবহাওয়া দফতর জানিয়েছে, ব্রিটেনে এটি নাকি এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। জানা গিয়েছে, এর আগে ২০১৯ সালে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল। তখন তাপমাত্রা বেড়ে হয়েছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
ওদিকে, ইংল্যান্ডের চার্লউডে তাপমাত্রা ভয়াবহভাবে বেড়েছে। সেখানেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এই সময় ব্রিটেনের বেশিরভাগ জায়গাতেই হালকা তাপমাত্রা থাকে। তবে কারোরই সেই অর্থে বাতানুকূল যন্ত্রের বিশেষ প্রয়োজন হয় না। কিন্তু গরমের সমস্যা ক্রমশ বাড়ছে। এখন সকাল থেকেই চড়া রোদ ব্রিটেনে। মঙ্গলবার, ব্রিটিশ জাদুঘরের দরজা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সেদেশের সুপ্রিম কোর্ট অনলাইন শুনানির ব্যবস্থা করেছে, গরমের কারণে। ব্রিটেনের আবহাওয়া দফতর বলেছে, আগামী কয়েক দিন তাপমাত্রার পরিস্থিতি এই রকমই থাকবে। যে কোনদিন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
2022-07-21