৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীর কেমন আছে, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের একাধিক নেতৃত্ব এদিন কাশ্মীরে গিয়েছিলেন। এদিন তারা শ্রীনগরে নামলেই সেখান থেকে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সেই দলে ছিলেন গুলাম নবি আজাদ, শরদ যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজা সহ একাধিক শীর্ষ নেতা। কাশ্মীর প্রশাসনের তরফে রাহুলদের ভূস্বর্গে যাওয়ার খবর সামনে আসতেই সেখানকার জনসংযোগ দপ্তর অনুরোধ করে যাতে রাহুলরা কাশ্মীরের না যান। কাশ্মীরের শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি তাতে নষ্ট হতে পারে বলে অনুরোধ করা হয়েছিল। তারপরও এদিন রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতারা কাশ্মীরে পৌঁছানোর চেষ্টা করেন। সেখানে পৌছে পরিস্থিতি খতিয়ে দেখতে যান। তবে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।