ফের কলেজে হিজাব বিতর্ক। এবার নাগপুরে। হিজাব পরে নিট পরীক্ষা দিতে আসেন কয়েকজন মুসলিম ছাত্রী। ওয়াসিম কলেজ কর্তৃপক্ষ তাঁদের সাফ জানিয়ে দেন, হিজাব না খুললে তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এরপরই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন আরিবা হুসেন ও ইরম মহম্মদ জাকির নামে দুই ছাত্রী।
কলেজের প্রিন্সিপাল জিএস কুবাদে জানিয়েছেন, পাঁচজন ছাত্রী হিজাব পরে এসেছিলেন। তারা যাতে টুকলি করতে না পারেন সেকারনে হিজাব খোলার জন্য অনুরোধ করা হয়েছিল। হিজাব পরিহিতা কয়েকজন দেরিতে এসেছিলেন বলেও জানা গিয়েছে। প্রিন্সিপাল জানিয়েছেন, এই পরীক্ষায় ক্যাজুয়াল ও আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক পরার ব্যাপারে বলা হয়েছিল।
তবে ছাত্রীদের অভিযোগ, জোর করে তাঁদের হিজাব খোলার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ। অশালীন শব্দও বলেন তাঁরা। ঘটনার কথা জানাজানি হতেই কলেজের বাইরে ভিড় জমান অভিভাবকরা।
ছাত্রীদের আরও অভিযোগ, হিজাব না খুললে তা কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এক পড়ুয়া বলেন, আমরা চেক করার জন্য স্টাফেদের বলেছিলাম। এরপর তাঁরা ভেতরে ঢুকতে দেন। কিন্তু তাঁরা খুব অভদ্র ব্যবহার করছিলেন। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও ছাত্রীরা।