ভারতবাসীর জন্য খুবই বড়ো খবর ও সুখের খবর। ভারত যেখানে একসময় সামরিক যুদ্ধোপকরণ আমদানিকারক দেশ ছিল, সেখানে ভারত এবার সামরিক যুদ্ধোপকরণ রফতানিকারক দেশ হতে চলেছে। এইটা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও জানিয়েছেন যে, বিগত ৪-৫ বছর বয়সে সামরিক যুদ্ধোপকরণ রফতানিতে ২১ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
দেশের রাজধানীতে দাঁড়িয়ে নৌসেনার সেমিনারের উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “একুশ শতকের এই সময়ে আত্মনির্ভর প্রতিরক্ষামন্ত্রক খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৫ই আগস্টের মধ্যে নৌসেনার জন্য ৭৫টি দেশীয় প্রযুক্তির উপকরণ বানানো এই আত্মনির্ভর প্রতিরক্ষামন্ত্রক প্রথম পদক্ষেপ। স্বাধীনতার ১০০ বছর বয়সে যেন আমাদের ভারতের প্রতিরক্ষামন্ত্রক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ”।
এর আগে তিনি বলেছিলেন, “আমাদের বিদেশীদের কাছ থেকে সামরিক যুদ্ধোপকরণ কেনার এক ধরণের প্রবণতা তৈরি হয়ে গেছিল। বিদেশী সামরিক যুদ্ধোপকরণ কেনা যেন ড্রাগের নেশার মতো হয়ে গেছিল। একটা ছোট জিনিসও আমরা বিদেশ থেকে কিনতাম”। তিনি আরও বলেন, “আমরা যদি আমাদের পণ্যের গুরুত্ব না বুঝি, তাহলে অন্যরা কেন আমাদের উপর বিনিয়োগ করতে চাইবে! যখন আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ব্রাহ্মস’ -এ বিশ্বাস দেখালাম, তখন বিশ্বের বাকি অংশও এগিয়েও এলো”।
2022-07-20