নূপুর শর্মাকে খুন করতে ভারতে ঢোকার চেষ্টা করল পাকিস্তানি যুবক। তবে সীমান্তেই তাকে আটক করেছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে ধৃত রিজওয়ান আশরাফ জানিয়েছে, ভারতে ঢুকে আজমের শরিফে ঘাঁটি গাড়ার পরিকল্পনা ছিল তার। তারপর সুযোগ বুঝে নূপুরকে নিকেশ করত সে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।
ধৃত রিজওয়ান আশরাফ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাউদ্দিন এলাকার বাসিন্দা। বয়স ২৪ বছর। নূপুর শর্মাকে খুনের উদ্দেশ্যে লাহোর হয়ে সে ভারতে ঢোকার চেষ্টা করে সে। হিন্দুমালকোট সেক্টরের কাছে বিএসএফের কাছে ধরা পড়ে যায়। জিজ্ঞাসাবাদের সময়, নূপুর শর্মাকে হত্যার পরিকল্পনার কথা কবুল করেছে সে।
অভিযুক্ত যুবক জানিয়েছে যে, সম্প্রতি নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানে বাহাউদ্দিন জেলায় মুল্লা এবং ওলেমাওদের একটি সভা আয়োজিত হয়। এরপরেই নূপুর শর্মাকে হত্যার ব্যাপারে মনস্থির করে সে। সূত্রের খবর, পরবর্তীতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে লাহোর হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে আশরাফ।
তার পরিকল্পনা ছিল, ভারতে ঢুকে কোনও রকমে আজমের শরিফে পৌঁছে যাওয়া। সেখানেই ঘাঁটি গাড়ত সে। তারপর সুযোগ বুঝে হত্যা করত নূপুর শর্মাকে। এই ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজমের শরিফ সংক্রান্ত আরও কিছু নতুন তথ্য পুলিশের হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।