প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহি এর এক দিবসিয় যাত্রা সম্পূর্ণ করে শনিবার আবুধাবি থেকে বাহরিনে পৌঁছান। বাহরিনের মনামায় পৌঁছানর পর এয়ারপোর্টে ওনাকে অভূতপূর্ব স্বাগত জানানো হয়। ওনার সাথে জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভালও বাহরিনে গেছেন। বাহরিনে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিন্স খালিফা বিল সলমান আও খালিফার সাথে সাক্ষাৎ করেন। ভারতের স্বাধীনতার ৭৩ বছরের ইতিহাসে কোন ভারতীয় প্রধানমন্ত্রী আজ প্রথম বাহরিনে পা রাখলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তিন দেশের যাত্রায় আছে। আবুধাবি বিমান বন্দরে ওনাকে বিদায় জানাতে প্রিন্স মোহম্মদ বিন জায়েদ আল নাহয়াত উপস্থিত ছিলেন। দুই দিনের বাহরিন যাত্রার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে যাবেন। সেখানে তিনি জি-৭ সন্মেলনে অংশ নেবেন। এর আগে প্রধানমন্ত্রী শুক্রবার আবুধাবি গেছিলেন। শনিবার আরব আমিরশাহি ওনাকে দেশের সর্বোচ্চ সন্মান অর্ডার অফ জায়েদ সন্মানে ভূষিত করা হয়েছে।
#WATCH PM Narendra Modi while addressing the Indian community in Bahrain, reacts on the demise of #ArunJaitley: I can’t imagine that I am so far here while my friend has gone away. Some days ago, we lost our former Defence Minister Behen Sushma Ji. Today my friend Arun went away. pic.twitter.com/k89SCRZbMG
— ANI (@ANI) August 24, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আরব আমিরশাহিতে ‘রুপে” কার্ডের সূচনা করেন। আর ওই কার্ডের ব্যাবাহার করে তিনি এক কেজি লাড্ডুও কিনেছেন। এই কার্ড মাস্টার কার্ড আর ভিসা কার্ডের সমকক্ষ হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতের রাজদূত নবদিপ সিং সুরি আমিরাত প্যালেসে এই কার্ডের শুভ সূচনার সময় ঘোষণা করে বলেন, মধ্য পূর্ব আরব আমিরশাহি প্রথম এমন দেশ যেখানে রুপে কার্ড শুরু হল। আরব আমিরশাহিতে আগামী সপ্তাহ থেকেই কয়েকটি প্রধান ব্যাবসায়িক কেন্দ্র আর কিছু দোকানে এই কার্ড স্বীকার করা হবে।