তৃণমূলের শহীদ দিবস পালন করা হবে আগামী ২১ শে জুলাই। এই ২১ শে জুলাইয়ের প্রস্তুতির জন্য অনেক আগে থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় মিটিং-মিছিল ও বিশেষ ক্যাম্প। প্রসঙ্গত, বিগত দুই বছর ধরে তৃণমূলের শহীদ দিবস বন্ধ ছিল ধর্মতলায়। যার মূল কারণ ছিল, করোনা।
এবারে করোনা নিয়ন্ত্রণে আসতেই নতুন করে তোড়জোড় শুরু হয়েছে ২১ শে জুলাইয়ের। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে চলছে শহীদ দিবসের প্রচার। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিটিং মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২১শে জুলাইয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে রীতিমতো শোভাযাত্রা বেরিয়েছে।
স্থানীয় নেতৃত্ব রাস্তায় বেরিয়েছে। সেই সঙ্গে জোরকদমে বাজছে ঢাকঢোল, ইংলিশ গান। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীকেও দেখা গিয়েছে সেই শোভাযাত্রায়। আবার অনেক জায়গায় একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ঘিরে রীতিমতো নাচানাচি চলছে ডিজে বাজিয়ে। যা দেখে মনে হবে ঠিক যেন পুজোর ভাসান।